ড্রাইভিং লাইসেন্স নবায়নের দাবীতে চুয়াডাঙ্গায় চালকরা রাজপথে

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
জন্ম তারিখ সংশোধন করে ড্রাইভিং লাইসেন্স নবায়ন না হওয়ায় চুয়াডাঙ্গায় আবারও মানববন্ধন করেছে পেশাদার গাড়ী চালকরা। দীর্ঘদিনের আন্দোলনের ফলে স্মার্ট কার্ডধারীদের কার্যক্রম সচল হলেও থমকে আছে নন-স্মার্ট কার্ডধারীদের কার্যক্রম। বুধবার (২০ মার্চ) সকালে চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড়ে গাড়ি চালক বীর মুক্তিযোদ্ধাসহ কয়েক জেলার শতাধিত গাড়ী চালক ও তাদের স্বজন এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় পরিচয়পত্রের সাথে জন্ম তারিখ অমিলের কারণে দীর্ঘদিন পেশাদার গাড়ী চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন থমকে ছিলো। এ অবস্থায় দাবী আদায়ের লক্ষ্যে চুয়াডাঙ্গাতে দু’দফা মানববন্ধন হয়। পরে বিষয়টি মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে লিখিতভাবে অবহিত করা হলে রাষ্ট্রপতির দপ্তর থেকে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের মাধ্যমে ভ্ক্তুভোগী চালকদের তালিকা গ্রহণ করা হয়। পরবির্ততে স্মার্ট কার্ডধারী চালকদের নবায়ন কাজে গতি আসলেও নন-স্মার্ট কার্ডধারীদের নবায়ন এখনো থমকে আছে। বক্তারা আরো বলেন, এসব নন-স্মার্ট কার্ডধারী চালকদের লাইসেন্স নবায়নে সমস্য কোথায় তা আমাদের বোধগম্য হচ্ছে না। এসব চালকদের বিআরটিএ সদর কার্যালয়ে অনুমোদন আছে। তারা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর দু’বছর পেরিয়ে গেলেও কেবলমাত্র জন্মতারিখ অমিলের কারণে বিষয়টি ঝুলে আছে। এসব চালকের সমস্যা দ্রæত সমাধানের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। বর্তমান অবস্থায় নন-স্মার্ট কার্ডধারী চালকরা পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। দ্রæত তাদের সমস্যার সমাধান না হলে তাদেরকে পরিবার নিয়ে পথে বসতে হবে। মহামান্য রাষ্ট্রপতির সুদৃষ্টি কামনা করে বক্তারা বলেন, অবিলম্বে নন-স্মার্ট কার্ডধারী চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের কার্যকর উদ্যোগ নিতে হবে। মানববন্ধনে শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন এম জেনারেল, রিপন মন্ডল, মামুন অর রশিদ মামুন, সিরাজুল ইসলাম, মিল্টু জোয়র্দ্দার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *