ঢাকা রুটে যাত্রা শুরু চিলাহাটি এক্সপ্রেসের
উত্তরাঞ্চলের শেষ সীমান্ত পঞ্চগড়ের দেবীগঞ্জের চিলাহাটি ইউনিয়ন। আর এই ইউনিয়ন থেকে ঢাকা রুটে আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস নামে একটি ট্রেন চলাচলা শুরু করেছে।
রোববার (৪ জুন) বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাঁশি বাজিয়ে ও সবুজ পতাকা উড়িয়ে এ ট্রেন চলাচল আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ট্রেনটির উদ্বোধনের সময় চিলাহাটি রেলওয়ে স্টেশন প্রান্তে প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, রেল মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির নির্বাহী সদস্য সাবেক মন্ত্রী নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত সংসদ সদস্য রাবেয়া আলীম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জ এর ডিআইজি আলিম মাহমুদ, রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
রোববার ট্রেনটির উদ্ধোধন হলেও এর বাণিজ্যিক যাত্রা ৭ জুন হতে কার্যকর হবে। ট্রেনটির টিকেট অনলাইনে পাওয়া যাচ্ছে।