ঢাবি হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
রানা আহম্মেদ অভি, ইবি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নব গঠিত কমিটির ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের থানা গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শেখপাড়া বাজারে যেয়ে শেষ হয়ে আধাঘণ্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় আহবায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন এর নেতৃত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর সাবেক যুগ্ম সম্পাদক রঞ্জু আলী, সিনিয়ার যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ,আবু দাউদ,রোকন উদ্দীন,সালাউদ্দিন রানা,উল্লাস মাহমুদ আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ,নূর উদ্দীন,রোকন,আবু সাঈদ রনি,ফখরুল ইসলাম সৌরভ,স্বাক্ষর, মামুন, এছাড়াও অন্যান্য নেতৃত্ব।
Victory awaits Are you ready to claim it Lucky Cola
Challenge accepted – let’s game like pros Lucky Cola