তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে গুলজারের নাম প্রস্তাব ইমরানের
তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদকে মনোনীত করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনের খবরে এই তথ্য জানানো হয়েছে।
ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরী এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, পিটিআই-র কেন্দ্রী কমিটির অনুমোদনের পর প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে সোমবার পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগে সুপারিশ চেয়ে সরকার ও বিরোধীদলীয় নেতাকে চিঠি দেন।
পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর পাকিস্তানে ইতোমধ্যে তত্ত্বাবধায়ক সরকার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এখন যদি তিন দিনের মধ্যে দেশটির দুই রাজনীতিক একমত হয়ে একজনের নাম সুপারিশ করতে না পারেন, তাহলে উভয়ই দুটি করে নাম তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগে দায়িত্বপ্রাপ্ত পার্লামেন্টারিয়ান কমিটিতে প্রেরণ করবেন।