তথ্য গোপনের দায়ে কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি
কোটচাঁদপুর প্রতিনিধি
তথ্য গোপনের দায়ে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুস সামাদ মুকুলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ঝিনাইদহ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইমুম সাঈদ মাসুম এর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোটচাঁদপুর উপজেলা শাখার সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি’র আহ্বায়ক আব্দুস সামাদ মুকুল কে তথ্য গোপন করে সাংগঠনিক কার্যক্রমকে বাঁধা গ্রস্থ করার দায়ে অব্যাহতি দেয়া হয়েছে।’
তবে তারা কী ধরনের তথ্য গোপন করেছেন সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।
জাতীয়তাবাদী ছাত্রদলের ঝিনাইদহ জেলার সভাপতি এস.এম সমিনুজ্জামান সমিন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক উপযুক্ত প্রমান সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহন করেন।