তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান
তাইওয়ানকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে অঞ্চলটিতে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে আলাপকালে এমন আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
প্রতিবেদনে বলা হয়, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র ‘ভুল ও বিপজ্জনক’ সংকেত পাঠাচ্ছে বলে উল্লেখ করেন ওয়াং ই। শনিবার (২৪ সেপ্টেম্বর) চীন পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানায়, ওয়াং ই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, যুক্তরাষ্ট্র তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
ওয়াং ই বলেন, তাইওয়ান চীনের অভ্যন্তরীণ বিষয়। এখানে নাক গলানোর অধিকার যুক্তরাষ্ট্রের কোনোভাবেই নেই।তিনি বলেন, বেইজিং ‘শান্তিপূর্ণ পুনর্মিলন, এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি মেনে চলবে। তবে তাইওয়ানের স্বাধীনতা অর্জনের তৎপরতা যত বেশি হবে, এই সংকটের শান্তিপূর্ণ মীমাংসার সম্ভাবনাও তত কমে আসবে।
Master the game, rule the competition Lucky Cola
Gear up for the most thrilling online gaming experience ever Lucky Cola