তাদের চরিত্র বদল!
গোপন প্রেমচর্চা প্রকাশ পেলে ‘জাস্ট বন্ধু’ আর গণমাধ্যমের ওপর চটে যাওয়া। আবার অনেকে মুখে কুলুপ এঁটেই নীরবে রোমান্স চালিয়ে যান। এমন রীতি তারকাদের মাঝে হরহামেশাই দেখা যায়। তবে সাম্প্রতিক সময়ে এমন অলিখিত রীতিকে কয়েক ধাপ পেছনে ফেলেছেন ভারতীয় বিভিন্ন মাধ্যমের শীর্ষস্থান দখল করা তারকাদের সন্তানরা।
কেউ কেউ বাবা-মায়ের পথ অনুসরণ করলেও বেশিরভাগই কোনো কিছুর তোয়াক্কা না করে ওপেন রোমান্সে মত্ত হচ্ছেন নিয়মিত। শুধু তাই নয়, এক প্রেমিক-প্রেমিকায় থিতু হতে পারছেন না অনেকেই। ক’দিন পরপরই নতুন সঙ্গীকে নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দিচ্ছেন তারা। যেখানে আবার তাদের পরিবারের সায়ও রয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়।
যাকে এখনকার সময়ে রীতিমতো বাবা-মাকে ছাড়িয়ে নতুন ট্রেন্ডের জন্ম দেওয়া বলা চলে। সেই তালিকায় দীর্ঘদিন ধরেই চর্চিত নাম শ্রীদেবী কন্যা জাহ্নবি কাপুর এবং সাবেক ক্রিকেটার শচীন কন্যা সারা! বেশ কয়েক বছর ঈশান ও কার্তিকসহ অনেকের সঙ্গেই চুটিয়ে প্রেম করেছেন জাহ্নবি। সিনেমার কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি।
তবে সেই সম্পর্কগুলো ভাঙতেও বেশি দিন সময় নেন না এই অভিনেত্রী। অন্যদিকে কিছুদিন আগেই বাবার পথে না হেঁটে ভিন্ন মাঠে খেলার কথা শোনা যায় শচীন কন্যার। শোনা গিয়েছিল বলিউড সিনেমায় যাত্রা শুরু হবে নতুন বছরেই। কিন্তু সেই আলোচনাকেও ছাপিয়ে যায় ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে তার গভীর প্রেমের গল্প।
তবে এবার বদলানো গল্পের মূল চরিত্রে আবারও নাম লেখালেন তিনি! ক’দিন আগেই করণ জোহরের শোতে এসে শিখর পাহাড়িয়ার সঙ্গে নিজের প্রেমের সম্পর্কে মুখ ফস্কে বলে ফেলেছেন জাহ্নবি। তার দিন কয়েকের মধ্যেই প্রেমিককে নিয়ে তিরুপতির মন্দিরে যান আশীর্বাদ নিতে। কিন্তু প্রেমিককে নিয়ে মুম্বাই ফিরতেই তাদের গল্পে নতুন চরিত্রের অনুপ্রবেশ ঘটেছে।
সারার পার্টিতে বিশেষ অতিথি রূপে দেখা দেন শিখর! আর এতেই জাহ্নবির রোষের মুখে পড়তে হয়েছে শচীন কন্যাকে। শিখরের সঙ্গে সারাকে পার্টি করতে দেখেই নাকি শচীন-কন্যাকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন জাহ্নবি। নিজের প্রেমিককে ভিন্ন ডালে বসা দেখে রীতিমতো বিষাদে ভুগছেন তিনি। যে কারণে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সারাকে ছুড়ে ফেলেছেন জাহ্নবি!
বিষয়টি নিয়ে সারাও এরইমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন। এমনকি জাহ্নবির আচরণের জবাব দেওয়ার প্রয়োজন আছে বলেও মনে করেন না তিনি। এক কথায় জাহ্নবিকে পাত্তাই দিতে চাননি এই তারকা সন্তান! তবে এক প্রেমিককে নিয়ে দুই প্রেমিকার যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে বা আদৌ তাদের গল্পে চরিত্র বদল হয়েছে কি-না তা হয়তো সময়ই বলে দেবে।