তানজিদ তামিমের বিদায়ে চাপে বাংলাদেশ
সিরিজ নির্ধারনী ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ২৩৬ রানের টার্গেট ব্যাট করছে বাংলাদেশ। ব্যাট করতে দলকে ভালো শুরু এনে দেন সৌম্যের কনকাশন বদলি নামা ওপেনার তানজিদ হাসান তামিম। তবে দ্রুতই উইকেট হারিয়ে চাপে পরে বাংলাদেশ। চাপের মধ্যে ফিফটি তুলে নেন তানজিদ তামিম। এরপর দ্রুতই তিন উইকেট হারিয়ে ফের চাপে পড়েছে বাংলাদেশ।
২৩৬ রানের টার্গেট ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তানজিদ তামিম। অন্যদিকে কিছুটা দেখেশুনে খেলতে থাকেন এনামুল হক বিজয়। তবে দলীয় ৫০ রানে ২২ বলে ১২ রান করে সাজঘরে ফিরে যান বিজয়।
বিজয়ের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। টাইগার অধিনায়ককে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান তানজিদ তামিম। তবে দলীয় ৫৬ রানে ৫ বলে মাত্র ১ রান করে আউট হন শান্ত। এরপর ক্রিজে আসা তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন তামিম। ৫১ বলে ফিফটি তুলে নেন এই টাইগার ওপেনার।
হৃদয়কে সঙ্গে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন তামিম। এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। হৃদয় ৩৬ বলে ২২ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৪ বলে মাত্র ১ করে সাজঘরে ফিরে যান। তাদের বিদায়ের পর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন তামিম।
তবে দলীয় ১৩০ রানে ৮১ বলে ৮৪ রান করে ফিরে যান তামিম। তার বিদায়ে আরও চাপে পড়েছে বাংলাদেশ। ২৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
Get ready for action and excitement in our online games! Lucky Cola