তানজিম সাকিবের লক্ষ্য দলকে জেতানো

Share Now..

জাতীয় দলে জায়গা পাওয়ার পরে বিভিন্ন ইস্যুতে আলোচনা-সমালোচনায় ভেসেছেন তানজিম হাসান সাকিব। এবার প্রথমবারের মতো বিশ্বমঞ্চে গিয়েছেন দেশকে প্রতিনিধিত্ব করার জন্য। বল হাতে নিজের সর্বোচ্চটা দিয়ে দলকে জেতানোর কথা জানিয়েছেন তিনি। সুযোগ আসলে ব্যাট হাতেও নিজেকে প্রমাণ করতে চান। তবে লক্ষ্য তার জয়ের দিকেই। 

গতকাল বিসিবির ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে কথা বলেছেন পেসার তানজিম সাকিব। তিনি বলেছেন, ‘বিশ্বকাপ আসলে সব সময়ই রোমাঞ্চকর। সকলেরই সেটি লক্ষ্য থাকে। আশা থাকে যে বিশ্বকাপে খেলব, ওখানে খেলে যেন সর্বোচ্চটা দিয়ে দেশকে কিছু দিতে পারি। আমারও সেটাই ইচ্ছা থাকবে যে, আমি যদি সুযোগ পাই, আমার পারফরম্যান্সের মাধ্যমে দল যেন বিজয় লাভ করে, সেটাই আমার লক্ষ্য থাকবে।’ 

তানজিম হাসান সাকিব বলেন, ‘প্রত্যেকটা খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে খেলার এবং বিশ্বকাপে নিজের দেশকে প্রতিনিধিত্ব করা। বিশ্বকাপের স্কোয়াডে আমি আছি, এটা স্বপ্নে মতো। আমি যখন অনূর্ধ্ব-১৯ দলে খেলি তখন থেকেই লক্ষ্য ছিল আমি একদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলব। কখনো আমার আত্মবিশ্বাস কম কাজ করেনি যে, আমি আন্তর্জাতিক ক্রিকেটে পারব না। আমি নিজেকে সেভাবেই প্রস্তুত করেছি যে, সেখানে গিয়ে প্রভাব বিস্তার করা লাগবে।’ 

নিজেকে নিয়ে তিনি বলেন, ‘পেসার হিসেবে আমার উচ্চতা ৬ ফুট না। সেক্ষেত্রে আলাদা দক্ষতা অবশ্যই থাকা লাগে। আমি চেষ্টা করি এমন বল করার জন্য যাতে ব্যাটারদের খেলতে কষ্ট হয়। যেহেতু আমি উচ্চতার সুবিধা নিতে পারি না সেহেতু আমি চেষ্টা করি বল স্কিট ও কাট করানোর জন্য।’

নিজের পছন্দের বিষয়ে ডানহাতি এই পেসার বলেন, ‘তাওহীদ হৃদয় আমার পছন্দের ব্যাটার। তার ব্যাটিং খুবই উপভোগ করি এবং তার হিটিং আমার খুবই ভালো লাগে। নেটে আমি যখন তাকে বল করি তখন আমার খুব ভালো লাগে। তার ও আমার মধ্যে একটা চ্যালেঞ্জ মনোভাব কাজ করে। আমি সব সময় তাকে বলি যে, আমাকে ছয় মারেন! তো, আমি সব সময় তাকে চ্যালেঞ্জ দিই, সে-ও চ্যালেঞ্জ নেয়। সবমিলিয়ে আমি খুবই মজা পাই তার সঙ্গে নেটে বোলিং করে।’ তিনি যোগ করেন, ‘সাকিব ভাইয়ের যে কঠিন মানসিকতা, সেটা আনার চেষ্টা করব। সব সময় ভালো লাগে যে তিনি মানসিকভাবে শক্ত থাকেন। যেকোনো পরিস্থিতিকে খুবই শান্তভাবে সামাল দিতে পারেন। এই ব্যাপারটি আমার খুব ভালো লাগে।’

এবারের বিশ্বকাপ নিয়ে ইতিবাচক কথা বলেছেন জাতীয় দলের এই পেসার। জুনিয়র সাকিব বলেন, ‘খুবই আত্মবিশ্বাসী আমাদের দলকে নিয়ে। আমাদের দল মানসিকভাবে খুবই শক্তিশালী আছে। বন্ধনও খুব শক্তিশালী। আমরা চাইলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের এগারোজন যদি মাঠে ঐদিন সেরাটা দিতে পারে, তাহলে যেকোনো দলকেই আমরা হারানোর মতো দক্ষতা রাখি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *