তাপপ্রবাহ স্থায়ী হতে পারে আরও ২-৩ দনি
প্রচণ্ড গরমে পুড়ছে দশে। ইতোমধ্যে গত ১১ বছররে মধ্যে জুনরে প্রথম চার দনিে র্সবোচ্চ তাপমাত্রা রর্কেড করা হয়ছে।ে আবহাওয়ার র্পূবাভাসে বলা হয়ছে।ে সারা দশেে এই তাপপ্রবাহ বুধবার (০৭ জুন) র্পযন্ত স্থায়ী হতে পার।ে
আবহাওয়ার র্পূবাভাসে বলা হয়ছে,ে নীলফামারী ও দনিাজপুর জলোর ওপর দয়িে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছ।ে রংপুর বভিাগরে বাকি ছয় জলোয় বয়ে যাচ্ছে মৃদু থকেে মাঝারি তাপপ্রবাহ। এ
ছাড়া ঢাকা বভিাগরে ১৩ জলো, রাজশাহী বভিাগরে আট জলো, খুলনা বভিাগরে ১০ জলো, বরশিাল বভিাগরে ছয় জলো এবং ময়মনসংিহ, মৌলভীবাজার, রাঙামাট,ি কুমল্লিা, চাঁদপুর, নোয়াখালী ও বান্দরবান জলোর ওপর দয়িে মৃদু থকেে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছ।ে আজ সোমবার তা অব্যাহত থাকতে পার।ে
আবহাওয়াবদিরা বলছনে, গত ৩০ বছরে জুন মাসরে স্বাভাবকি তাপমাত্রা ববিচেনায় গতকাল তাপমাত্রা ১ থকেে ৮ ডগ্রিি সলেসয়িাস বশেি ছলি। গতকাল র্সবোচ্চ তাপমাত্রা ছলি দনিাজপুরে ৪১.১ ডগ্রিি সলেসয়িাস। জুন মাসরে তাপমাত্রা ববিচেনায় এটি গত ১১ বছররে মধ্যে র্সবোচ্চ তাপমাত্রা। এর আগে ২০১২ সালরে এই মাসে চুয়াডাঙ্গায় ৪২.৯ ডগ্রিি তাপমাত্রা রর্কেড করা হয়ছেলি।
আবহাওয়াবদি এ কে এম নাজমুল হক বলনে, রববিার (৪ জুন) ঢাকার স্বাভাবকি তাপমাত্রা ৩৩ ডগ্রিি সলেসয়িাস থাকার কথা। কন্তিু রর্কেড করা হয়ছেে ৩৭.৬ ডগ্রিি সলেসয়িাস। এর মানে ঢাকার তাপমাত্রা ৪.৬ ডগ্রিি সলেসয়িাস বশেি ছলি। দনিাজপুরে স্বাভাবকি তাপমাত্রা থাকার কথা ৩৩.৫ ডগ্রিি সলেসয়িাস। কন্তিু এ সময় দনিাজপুরে রর্কেড হয়ছেে ৪১.১ ডগ্রিি সলেসয়িাস, যা স্বাভাবকিরে চয়েে ৭.৬ ডগ্রিি সলেসয়িাস বশেি