তামিমের ফেরা নিয়ে যা জানালেন পাপন
হঠাৎ জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন তামিম। একদিন পর অবসর ভেঙে ফেরার পর গেল বছরের সেপ্টেম্বরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন দেশসেরা এই ওপেনার। এরপর আর লাল সবুজের জার্সিতে খেলেননি তামিম। আচমকা ভারত বিশ্বকাপের দল থেকেও বাদ পড়েছিলেন সাবেক এই টাইগার অধিনায়ক।
কিছুদিন আগে তামিম জানিয়েছিলেন বিপিএলের মধ্যেই জানা যাবে সব। সোমবার (১২ ফেব্রুয়ারি) বোর্ড মিটিং শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন তামিমের জাতীয় দলে খেলবেন কিনা এই নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বিসিবি প্রধান বলেন, ‘তামিমের ইস্যুটা নিয়ে কথা হয়েছে। আমি এখান থেকে নাম বলেছি জালাল ভাই ও অন্যরা বসবে তামিমের সঙ্গে। ঢাকায় আসার সঙ্গে সঙ্গে। আমিও বসবো। উনারা বসার পর আমি নিজেও বসবো। আমার ধারণা এই বিপিএল চলাকালীনই সব সিদ্ধান্তগুলো জানতে পারব। এর আগে আসলে বলাটা মুশকিল।’