তারকায় ঠাসা রিয়াল আটকে গেল পুঁচকে মায়োর্কার কাছে
তারকায় ঠাসা এক দল রিয়াল মাদ্রিদ। রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, অরেলিন চুয়ামেনি, এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদে ভালভার্দের সঙ্গে দলে আছেন কিলিয়ান এমবাপ্পে। এমন দল নিয়েও লা লিগার শুরুতেই হোঁচট খেয়েছে লস ব্লাঙ্কোরা। শক্তির বিচারে বেশ পিছিয় থাকা মায়োর্কার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল।
রোববার (১৮ আগস্ট) প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৩ মিনিটে লিড নেয় রিয়াল মাদ্রিদ। রদ্রিগো গোল করে এগিয়ে দেন দলকে। এরপর প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কার্লো আনচেলত্তির শিষ্যরা। উলটো বিরতির পর গোল খেয়ে বসে রিয়াল। ম্যাচের ৫৩ মিনিটে ভেদাত মুরিকির গোলে সমতা আনে মায়োর্কা। এ দিন নামের প্রতি সুবিচার করতে পারেননি এমবাপ্পে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠে ছাড়ে রিয়াল। পয়েন্ট খুইয়ে হতাশ রিয়াল বস কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আজ আমি খুশি না। আমার মনে হয় আমরা আরও অনেক ভালো করতে পারতাম। আমাদের আরও মনোযোগী হওয়া দরকার। গ্রুপ হিসেবে কাজ করতে হবে।’ রিয়াল কোচ আরও বলেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম। আমরা এগিয়ে গিয়েছিলাম, দ্বিতীয়বার এগুনোর সুযোগও ছিলো। কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের ভারসাম্যের ঘাটতি ছিল।’