তারকারা উপহার পেলেন ২ কোটির ঘড়ি

Share Now..

হাজার-হাজার কোটি টাকা ব্যয়ে বিয়ে হলো অনন্ত-রাধিকার। এতে উপস্থিত হয়েছিলেন দেশ ও বিশ্বের অনেক খ্যাতনামা ব্যক্তিত্ব। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের অনেক দামি উপহার দিয়েছেন আম্বানি পরিবার। তাদের অনেকেই অনন্ত আম্বানির কাছ থেকে কোটি টাকার ঘড়ি উপহার পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন অনেকেই।

হাজার-হাজার কোটি টাকা ব্যয়ে বিয়ে হলো অনন্ত-রাধিকার। এতে উপস্থিত হয়েছিলেন দেশ ও বিশ্বের অনেক খ্যাতনামা ব্যক্তিত্ব। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের অনেক দামি উপহার দিয়েছেন আম্বানি পরিবার। তাদের অনেকেই অনন্ত আম্বানির কাছ থেকে কোটি টাকার ঘড়ি উপহার পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন অনেকেই।

ঘড়িগুলোর গ্র্যান্ডে ট্যাপিসেরি প্যাটার্নসহ গোলাপি সোনার ডায়াল আছে। ঘড়িতে আরও আছে গোলাপি সোনার আওয়ার মার্কার, রয়্যাল ওক হ্যান্ডের মতো বৈশিষ্ট্য।

অডেমারস পিগুয়েটেরের ঘড়িগুলো গোলাপিরঙা সোনার টোনযুক্ত ইন্টারনাল বেজেল ও দারুণ ক্যালিবারসহ ৫১৩৪ সেলফ-ওয়াইন্ডিং মুভমেন্টের মতো বৈশিষ্ট্য আছে।

কয়েক মাস ধরেই খবরের শিরোনাম রয়েছে অনন্ত আম্বানি ও রাধিকা বণিকের বিয়ে। চলতি মাসের ১২ জুলাই তাদের বিয়ে হয় এবং এরপর ১৩ জুলাই শুভ আশীর্বাদ অনুষ্ঠান হয়। এর আগে দুটি প্রি-ওয়েডিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। আম্বানি পরিবারের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অনেক দেশের বড় বড় রাজনীতিবিদরা অংশ নেন। একই সময়ে বিল গেটস থেকে মার্ক জুকারবার্গের মতো ব্যবসা এবং বাণিজ্য জগতের অনেক বড় ব্যক্তিকেও অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *