তালেবানের দখলে আফগান আইনজীবী সমিতি

Share Now..

আফগানিস্তানের স্বাধীন আইনজীবী সমিতি (এআইবিএ) দখল করেছে তালেবান। এখন থেকে এই সমিতি সরকারের আওতায় পরিচালিত হবে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

প্রতিবেদনে বলা হয়, এখন থেকে আফগানিস্তান সরকারের আইন মন্ত্রণালয়ের আওতাভুক্ত থাকবে এআইবিএ।

আইন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ বাসার জানান, এআইবিএ এখন আর স্বাধীন নয়। তারা এখন সরকারের অংশ। আফগানিস্তানে আইন বিষয়ক নীতি নির্ধারনী পর্যায়ে এই সমিতি এখন কাজ করবে।

এআইবিএ এর সাবেক পরিচালক নাজলা রাহেল বলেন, কাবুলের অফিসে তালেবান সদস্যরা প্রবেশ করে সংগঠনের সব সদস্যদের বের করে দেওয়ার আদেশ দেন। যা কোনোভাবেই গ্রহণযোগ্য না।

সংগঠনের মিডিয়া বিষয়ক প্রধান সৈয়দ মারুফ হাশিমি জাহেদ বলেন, আমাদের অনুরোধ একটি স্বাধীন সংগঠনের। যদি তা না হয়, তাহলে আমরা আন্দোলন গড়ে তুলবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *