তাসকিন ‘না’ বলায় কপাল খুললো জিম্বাবুইয়ান পেসারের
আইপিএলকে তাসকিন ‘না’ বলায় কপাল খুলেছে জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারবানির। ৮ বছর পর কোনো জিম্বাবুইয়ান ক্রিকেটার হিসেবে আইপিএলে সুযোগ পেতে যাচ্ছেন তিনি। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্য তাসকিন আহমেদকে চেয়েছিলো নতুন ফ্রাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টের মেন্টর গৌতম গম্ভীর। বাংলাদেশি পেসারকে দলে পেতে বিসিবিতে ফোনও করেছিলেন গম্ভীর।
কিন্তু এতো বড় সুযোগও লুফে নেননি তাসকিন। দেশের প্রতি দায়িত্ববোধ থেকে তিনি আইপিএলকে ‘না’ করে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, আইপিএলে নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে চান।
তবে সোমবার রাতে জিম্বাবুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস একটি ছবি আপলোড করেছে মুজারবানির। যেখানে তারা জানিয়েছে, ২৫ বছর বয়সী পেসার লখনৌ সুপার জায়ান্টের হয়ে খেলতে ভারতের বিমানে চড়েছেন।
মূলত ইংলিশ পেসার মার্ক উডের চোটের কারণেই হণ্যে হয়ে একজন বিদেশি পেসার খুঁজছিলো লখনৌ সুপার জায়ান্ট। প্রথমেই তাদের মনে আসে তাসকিনের নামটি। কিন্তু তাসকিন রাজি না হওয়াতে জিম্বাবুইয়ান পেসারের ভাগ্য খুলেছে।
জিম্বাবুয়ের হয়ে সর্বশেষ আইপিএলে ডাক পেয়েছিলেন ব্রেন্ডন টেলর সেই ২০১৪ সালে। তবে সানরাইজার্স হায়দরাবাদ তাকে দলে নিলেও সেবার একটি ম্যাচেও সুযোগ দেয়নি।
মুজারবানির সেক্ষেত্রে ভাগ্যটা ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। বিদেশি পেসারের সংকট থেকেই তাকে দলে নেওয়া। তাই একাদশে নিয়মিত সুযোগ মিলতে পারে পারফরম্যান্স দেখাতে পারলে।
জিম্বাবুয়ের বর্তমান সময়ের সবচেয়ে প্রতিভাবান পেসার মনে করা হয় মুজারবানিকে। দেশের হয়ে ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭.৯৯ ইকোনমি রেটে তার উইকেট সংখ্যা ২৫। টি-টোয়েন্টি ক্রিকেটে সবমিলিয়ে ৪০ ম্যাচে নিয়েছেন ৪৪ উইকেট।তাসকিন ‘না’ বলায় কপাল খুললো জিম্বাবুইয়ান পেসারের
আইপিএলকে তাসকিন ‘না’ বলায় কপাল খুলেছে জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারবানির। ৮ বছর পর কোনো জিম্বাবুইয়ান ক্রিকেটার হিসেবে আইপিএলে সুযোগ পেতে যাচ্ছেন তিনি। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্য তাসকিন আহমেদকে চেয়েছিলো নতুন ফ্রাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টের মেন্টর গৌতম গম্ভীর। বাংলাদেশি পেসারকে দলে পেতে বিসিবিতে ফোনও করেছিলেন গম্ভীর।
কিন্তু এতো বড় সুযোগও লুফে নেননি তাসকিন। দেশের প্রতি দায়িত্ববোধ থেকে তিনি আইপিএলকে ‘না’ করে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, আইপিএলে নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে চান।
তবে সোমবার রাতে জিম্বাবুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস একটি ছবি আপলোড করেছে মুজারবানির। যেখানে তারা জানিয়েছে, ২৫ বছর বয়সী পেসার লখনৌ সুপার জায়ান্টের হয়ে খেলতে ভারতের বিমানে চড়েছেন।
মূলত ইংলিশ পেসার মার্ক উডের চোটের কারণেই হণ্যে হয়ে একজন বিদেশি পেসার খুঁজছিলো লখনৌ সুপার জায়ান্ট। প্রথমেই তাদের মনে আসে তাসকিনের নামটি। কিন্তু তাসকিন রাজি না হওয়াতে জিম্বাবুইয়ান পেসারের ভাগ্য খুলেছে।
জিম্বাবুয়ের হয়ে সর্বশেষ আইপিএলে ডাক পেয়েছিলেন ব্রেন্ডন টেলর সেই ২০১৪ সালে। তবে সানরাইজার্স হায়দরাবাদ তাকে দলে নিলেও সেবার একটি ম্যাচেও সুযোগ দেয়নি।
মুজারবানির সেক্ষেত্রে ভাগ্যটা ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। বিদেশি পেসারের সংকট থেকেই তাকে দলে নেওয়া। তাই একাদশে নিয়মিত সুযোগ মিলতে পারে পারফরম্যান্স দেখাতে পারলে।
জিম্বাবুয়ের বর্তমান সময়ের সবচেয়ে প্রতিভাবান পেসার মনে করা হয় মুজারবানিকে। দেশের হয়ে ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭.৯৯ ইকোনমি রেটে তার উইকেট সংখ্যা ২৫। টি-টোয়েন্টি ক্রিকেটে সবমিলিয়ে ৪০ ম্যাচে নিয়েছেন ৪৪ উইকেট।
Enter a world of thrilling online challenges! Lucky Cola