তিন শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত মদদদাতাদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
আদালতে মামলার পর এবার ছাত্রলীগের তিন নেতাকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত ও মদদদাতাদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে ঝিনাইদহ সরকারী ভেটেরিনারী কলেজে শিক্ষার্থী ও নিহতদের স্বজনরা। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নিহত ভিপি সাইদুজ্জামান মুরাদের পিতা বদিউজ্জামান বাদশা বিশ^াস, মুরাদের স্ত্রী সুমি খাতুন, মা শেফালী বেগম, মুরাদের ভাই মুক্তার বিশ^াস, সরকারী ভেটেরিনারী কলেজ ছাত্র সংসদের জিএস সজিবুল হাসান, সাধারণ শিক্ষার্থী রফিকুল ইসলাম, রবিউল আওয়াল ও নুর ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তাগন অভিযোগ করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের ইন্ধনে গত ৭ অক্টোবর (শুক্রবার) রাতে পরিকল্পিত ভাবে কলেজের ভিপি সাইদুজ্জামান মুরাদ, ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম ও সমরেশ বিশ^াসকে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়। নিহত মুরাদের মা শেফালী বেগম দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবী জানিয়ে বলেন, আমার সন্তান নষ্ট রাজনীতির বলি হয়েছে। এ ভাবে যেন আর কোন মায়ের বুক খালি না হয়। মানববন্ধন কর্মসুচিতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ গ্রহন করেন। এদিকে ঝিনাইদহের একটি আদালতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানসহ ২০জন নেতাকর্মীকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। ভিপি মুরাদের পিতা বদিউজ্জামান বিশ^াস বাদী হয়ে বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফারুক আজমের আদালতে এই মামলা (জিআর ৬৮৫/২২) করেন। ওই দিন বিকালে আদালত অভিযোগটি গ্রহন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের প্রধান নাজির সোহেল রানা মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য গত ৭ অক্টোবর (শুক্রবার) প্রতিপক্ষ ছাত্রলীগের ধাওয়া ও দায়ের কোপ খেয়ে পালিয়ে যাওয়ার সময় ঝিনাইদহ সদর উপজেলার আঠারোমাইল নামক স্থানে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে ওই ৩ কলেজ ছাত্র নিহত হন।

One thought on “তিন শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত মদদদাতাদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *