তিব্র দাবদহে তৃষ্ণার্ত মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ

Share Now..

\ ঝিনাইদহ অফিস \
তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ, প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব তাপমাত্রা রেকর্ড। ভূগর্ভস্থ পানি সংকটে পড়েছে হাজার হাজার পরিবার। যার ফলে আবাদি জমি নিয়েও বেপাকে পড়েছে কৃষকেরা। ঠিক এমন সময় এক মহতী উদ্যোগ নিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন। সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ঠান্ডা লেবুর সরবতসহ খাবার স্যালাইন বিতরণের মতো নানা উদ্যোগ নিয়েছে। সামাজিক সংগঠনের পাশাপাশি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শহরের পায়রা চত্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ ভ্যান নিয়ে পথচারী, দিনমজুর, রিকশা চালকসহ তৃষ্ণার্ত মানুষের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করে সংগঠনটির নেতৃবৃন্দ। এসময় ১ হাজার সাধারণ মানুষকে সরবত পান করানো হয়। সবাই তৃপ্তিসহকারেই এ ঠান্ডা সরবত পান করেন এবং স্বস্তি প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা: এইচ এম মমতাজুল করিম, সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দীন, সাংগাঠনিক মোঃ রাসেল উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি আব্দুল জলিল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপিত এইচ এম নাইম মাহমুদ, সহ-সভাপতি এম আব্দুর রহমান, সাধারণ সম্পাদক রাব্বি হাসানসহ জেলার নেতৃবৃন্দ। আগামী দাবদহ চলাকালীন দিনগুলিতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *