তীব্র তাপদাহের মাঝে চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি
Share Now..
শামসুজ্জোহা পলাশ,
তীব্র তাপপ্রবাহের মাঝে অবশেষে স্বস্তির বৃষ্টি নামলো চুয়াডাঙ্গায়। টানা দু’সপ্তাহ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের পর আজ শুক্রবার বেলা ৩টার দিকে প্রথমে জেলা শহরে বৃষ্টি শুরু হয়। পরে তা জেলাজুড়ে শুরু হয়।
প্রথমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও পরে মাত্রা বাড়তে থাকে। তবে মুষলধারে বৃষ্টি নামতে দেখা যায়নি। একটানা তাপদাহের মাঝে স্বস্তির বৃষ্টি পেতে অপেক্ষায় ছিলেন এ অঞ্চলের মানুষ। গত দুইদিন আকাশ মেঘলা থাকলেও আজ নামলো স্বস্তির বৃষ্টি।
আজ জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তাৎক্ষনিক ভাবে জানাতে পারেনি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।
এ নিউজ করার সময় জেলা শহরে বৃষ্টি থামলেও জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছিলো বলে বিভিন্ন সূত্রে জানাযায়। # #