তুরস্কের অবস্থান পাল্টাবে না: বাইডেনকে জানিয়ে দিলেন এরদোয়ান

Share Now..

যুদ্ধবিমান এফ-৩৫ ও রাশিয়ান ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন করবে না তুরস্ক। গত সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে সামরিক জোট ন্যাটোর সামিটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এ কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

বৃহস্পতিবার (১৭ জুন) আজারবাইজানের রাজধানী বাকুতে সাংবাদিকদের তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি জো বাইডেনকে বলেছি যে, এফ-৩৫ বা এস-৪০০ ইস্যুতে তুরস্ক ভিন্ন পদক্ষেপ নেবে, এমন আশা না করাই ভালো।
এ সময় আজারবাইজানের পশ্চিম অংশ এবং নাখচিভান স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে জাঙ্গেজুর করিডোর খোলার ক্ষেত্রে মস্কো যথেষ্ট সহায়তা করেছে উল্লেখ করে তিনি বলেন, শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।প্রথমে আজারবাইজানের অংশ ছিল জাঙ্গেজুর। কিন্তু ১৯২০ সালে এটিকে আর্মেনিয়ার দখলে দিয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। এর মধ্য দিয়ে নাখচিভানসহ আরো কয়েকটি অঞ্চলের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে আজারবাইজান।

One thought on “তুরস্কের অবস্থান পাল্টাবে না: বাইডেনকে জানিয়ে দিলেন এরদোয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *