তুরস্কে ইতালীয় চার্চে বন্দুক হামলা, নিহত ১

Share Now..

ইস্তাম্বুলের একটি ইতালীয় চার্চে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে হামলা চালায় বন্দুকধারীরা। ঘটনায় একজন নিহত হয়েছেন বলে তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়ার বরাত দিয়ে ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, দুই মুখোশধারী হামলাকারী রোববার ইস্তাম্বুলের একটি ইতালীয় চার্চে অনুষ্ঠান চলাকালীন সশস্ত্র হামলা চালায়, এতে একজন নিহত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়ার একটি বিবৃতি অনুসারে, স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে সারিয়ের জেলার সান্তা মারিয়া চার্চে হামলা চালায় হামলাকারীরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কর্তৃপক্ষ হামলাকারীদের ধরতে কাজ করছে। আমরা এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই।

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুও হামলার নিন্দা জানিয়েছেন।

টেলিভিশনের ছবিতে চার্চের বাইরে পুলিশ ও একটি অ্যাম্বুলেন্স দেখা গেছে। হামলার উদ্দেশ্য কী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

পোপ ফ্রান্সিস ইস্তাম্বুলের চার্চের প্রতি সংহতি প্রকাশ করেছেন। ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে তার সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনা শেষে তিনি বলেন, ‘আমি ইস্তাম্বুলের সান্তা মারিয়া ড্রপেরিস চার্চের সম্প্রদায়ের সঙ্গে আমার ঘনিষ্ঠতা প্রকাশ করছি।’

গত ডিসেম্বরে তুর্কি নিরাপত্তা বাহিনী ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে যারা চার্চ, অন্যান্য উপাসনালয় এবং একইসঙ্গে ইরাকি দূতাবাসে হামলার পরিকল্পনা করেছিল।

আইএস চরমপন্থীরা তুরস্কের মাটিতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এর মধ্যে ২০১৭ সালের ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে হামলায় ৩৯ জন নিহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *