তুরস্কে এক দিনে ৭ নারীকে হত্যা

Share Now..

তুরস্ক জুড়ে একদিনে সাতজন নারী তাদের সঙ্গী বা প্রাক্তন দ্বারা খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) স্থানীয় টেলিভিশন চ্যানেল হাবেরতুর্কের বরাতে এই তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

হাবেরতুর্কের ওই প্রতিবেদনে বলা হয়,‘ইজমির, বুরসা, সাকারিয়া, এরজুরুম, দেনিজলি এবং ইস্তাম্বুলে মোট সাতজন নারীকে নির্মমভাবে খুন করা হয়েছে। 

খুনের সন্দেহভাজনরা হয় তাদের বর্তমান পত্নী, অথবা সাবেক স্বামী-স্ত্রী, যাদের কাছ থেকে তারা আলাদা হয়ে গিয়েছিল। ঘাতক ও ভুক্তভোগীদের ছবি ও পরিচয় নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে হাবেরতুর্ক।

ভুক্তভীগীরা সবাই ৩২ থেকে ৪৯ বছর বয়সী। তাদের গুলি করে বা ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

অন্তত তিনজন ঘাতক আত্মহত্যা করেছে, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আটক অবস্থায় আহত একজন পরে মারা গেছে।

২০২৩ সালে নারী অধিকার বিষয়ক এনজিও ‘উই উইল স্টপ ফেমিসাইড’ ৩১৫টি নারী হত্যার রেকর্ড করেছে। এর মধ্যে ৬৫ শতাংশ তাদের নিজ বাড়িতে খুন হয়।

২০২১ সালে নারীর প্রতি সহিংসতা এবং পারিবারিক সহিংসতা বন্ধ করার লক্ষ্যে ইউরোপ কাউন্সিলের চুক্তি ‘ইস্তাম্বুল কনভেনশন’ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। এই কনভেনশনে কর্তৃপক্ষকে নারীর প্রতি সহিংসতার ঘটনা তদন্ত ও শাস্তির জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *