তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পারমাণবিক যুদ্ধই হবে: রাশিয়া
টানা অষ্টম দিনের মতো ইউক্রেনে চলছে রাশিয়ার আগ্রাসন। ইতোমধ্যে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া। এখনো দুই পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় – তাহলে তা হবে ‘পারমাণবিক যুদ্ধ’।
মস্কোয় এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনই বলেছেন (রাশিয়ার ওপর) নিষেধাজ্ঞা আরোপের একমাত্র বিকল্প হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ – আর তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা পারমাণবিক যুদ্ধই হবে।
ল্যাভরভ আরও বলেন, রুশ জনগণের মাথায় এসব চিন্তা ঘুরছে না বরং পশ্চিমা রাজনীতিবিদদের মাথায়ই ঘুরছে।
রুশ রি মন্ত্রী যখন মস্কোতে কথা বলছেন, সে সময়ই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেন, ইউক্রেনের সৈন্যরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে তবে বুধবার মধ্যরাত থেকে শহরগুলোর ওপর বিরামহীনভাবে রুশ গোলাবর্ষণ চলছে।