থাইল্যান্ডে উৎসবের মধ্যে বোমা বিস্ফোরণ, নিহত ৩

Share Now..

থাইল্যান্ডে স্থানীয় একটি উৎসবে ভিড়ের মধ্যে বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৮ জন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতের দিকে উত্তরাঞ্চলীয় তাক প্রদেশের উমফ্যাং জেলায় প্রতিবছর অনুষ্ঠিত রেডক্রস দোই লোইফা মেলায় এ হামলার ঘটনা ঘটে। থাই পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি ও স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

এক বিবৃতিতে উমফ্যাং উদ্ধারকারী দল জানিয়েছে, একটি মঞ্চের পাদদেশে বিস্ফোরক নিক্ষেপ করা হয়। সেখানে উৎসবে আসা লোকেরা নাচ-গান করছিলেন। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা তাৎক্ষণিক উদ্ভাবিত বোমা থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে বেশ ধারণা করা হচ্ছে। উদ্ধারকারী দলের শেয়ার করা ঘটনার পর তোলা ছবিতে দেখা যায়, উৎসবের একটি এলাকায় মাটিতে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রা এক্স-এ একটি পোস্টে বোমা হামলায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, বিস্ফোরণের কারণ অনুসন্ধান করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের তদারকির জন্য পুলিশ বাড়ানোরও নির্দেশ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *