থাইল্যান্ডে প্রেমিকের সামনে হাতির আক্রমণে স্প্যানিশ পর্যটকের মৃত্যু
থাইল্যান্ডের একটি এলিফ্যান্ট কেয়ারে হাতির আক্রমণে ব্লাঙ্কা ওজাঙ্গুরেন গার্সিয়া নামের এক স্প্যানিশ পর্যটক নিহত হয়েছেন। হাতিকে গোসল করানোর সময় প্রেমিকের সামনেই আক্রমণের শিকার হন তিনি।
২২ বছর বয়সী গার্সিয়া স্পেনের নাভারা বিশ্ববিদ্যালয়ের আইন ও আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। তিনি উত্তর-পশ্চিম স্পেনের ভালাদোলিদের বাসিন্দা।থাইল্যান্ডের কোহ ইয়াও ইয়াই শহরের পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এল মুন্ডো জানিয়েছে, গার্সিয়াকে শুঁড় দিয়ে ধাক্কা মেরেছিল হাতিটি। তবে দাঁত দিয়ে কোনো ক্ষত বা রক্তাক্ত করেনি। এলিফ্যান্ট কেয়ারের মালিক জানিয়েছেন, হামলার সময় স্প্যানিশ তরুণীর প্রেমিকসহ সেখানে অন্তত ১৮ জন উপস্থিত ছিল। এ ঘটনায় আর কেউ আহত হয়নি। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে গার্সিয়ার মৃত্যু হয়।
স্প্যানিশ ভাষার পত্রিকা ক্লারিনকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রাকৃতিক আবাসস্থলের বাইরে পর্যটকদের সঙ্গে যোগাযোগের কারণে হাতিটি মানসিক চাপের মধ্যে থাকতে পারে। এদিকে দুর্ঘটনার পরদিন নাভারা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ এক্স পোস্টে একটি বিবৃতি জারি করে। এতে তাদের শিক্ষার্থীর প্রতি সমবেদনা জ্ঞাপন এবং প্রার্থনা চাওয়া হয়।
ভালাদোলিডের মেয়র জেসুস জুলিও কার্নেরো এক্স-এ গার্সিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তার একটি ছবির পাশাপাশি একটি বার্তায় প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যাংককের কনস্যুলেট নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।
ডেইলি মেইল ও এল মুন্ডো জানিয়েছে, পর্যটকের মৃত্যুর পর কোহ ইয়াও এলিফ্যান্ট কেয়ারটি আপাতত বন্ধ রয়েছে। ফু ক্রাদুয়েং ন্যাশনাল পার্কে হাঁটার সময় হাতির আক্রমণে ৪৯ বছর বয়সী এক নারীর মৃত্যুর এক মাসেরও কম সময়ের মধ্যে সর্বশেষ এমন ঘটনা ঘটলো।
ওয়ার্ল্ড অ্যানিমেল প্রোটেকশনের মতে, থাইল্যান্ডজুড়ে প্রায় ২ হাজার ৮০০ হাতি পর্যটন স্থানগুলোতে বন্দি অবস্থায় বাস করে।