দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিলো ওয়েস্ট ইন্ডিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাড়ি জমিয়েছে দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য, বিশ্বকাপের আগে নিজেদেরকে ঝালাই করে নেয়া। সঙ্গে সেরা স্কোয়াডটাও তৈরি করা।
প্রথম ম্যাচটার ফলাফল অবশ্য তাদেরকে খুব একটা স্বস্তি দেবে না। নিজেদের মাঠে প্রোটিয়াদেরকে স্রেফ কচুকাটা করেছে ক্যারিবিয়ানরা। ৫ ম্যাচ সিরিজের ১ম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
সেন্ট জর্জে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে প্রোটিয়ারা। দলের হয়ে সর্বোচ্চ সংগ্রহ আসে ভ্যান ডার ডুসেনের ব্যাট থেকে। তিনি খেলেন ৫৬ রানের একটি হার না মানা ইনিংস। কুইন্টন ডি কক করেন ৩৭ রান।
জবাব দিতে নেমে প্রোটিয়া বোলারদের উপর শুরুতেই চড়াও হন দুই উইন্ডিজ ওপেনার আন্দ্রে ফ্লেচার ও এভিন লুইস। মাত্র ৭ ওভারে তাদের জুটি থেকে আসে ৮৫ রান। ১৯ বলে ৩০ রান করেন ফ্লেচার। মাত্র ৩৫ বলে ৭১ রানের টর্নেডো ইনিংস খেলেন লুইস।
এই দু’জনই জয়ের ভিত গড়ে দিয়ে যান। বাকি কাজটুকু সেরে নেন ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল।
দক্ষিণ আফ্রিকার দেয়া টার্গেট মাত্র ১৫ ওভারেই ছুঁয়ে ফেলে উইন্ডিজ ব্যাটসম্যানরা। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ।