দক্ষিণ আফ্রিকাকে হারানোর টোটকা দিলেন তামিম 

Share Now..

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (১০ জুন) নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম প্রোটয়াদের মোকাবিলা করবে টাইগাররা। এই ভেন্যু বোলারদের স্বর্গ। তাই নতুন বলে বাংলাদেশের বোলাররা ভালো করলেই দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর পূর্ববর্তী আলোচনায় অংশ নিয়ে তামিম বলেন, ‘অবশ্যই, আমার মনে হয় নতুন বলে বোলিংটা গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে তাসকিনের ৪ ওভার এবং মোস্তাফিজ খুবই ‍গুরুত্বপূর্ণ। তারা (দক্ষিণ আফ্রিকার ব্যাটার) হয়তো রান করেনি কিন্তু আপনাকে মনে রাখতে হবে তারা খুবই বিপদজনক ব্যাটার।’

সাবেক এই টাইগার অধিনায়ক আরও বলেন, ‘আপনি তাদেরকে সুযোগ দিতে পারবেন না কারণ ডি কক যদি একটু সুযোগ পায় তাহলে সে আপনাকে ভোগাবে। তাসকিন ভালো বোলিং করছে। সব মিলিয়ে নতুন বলে বাংলাদেশ ভালো বোলিং করছে। অবশ্যই উইকেট থেকে বাড়তি সুবিধা পাবে। আমরা যে খেলাগুলো দেখেছি তাতে অসম বাউন্স আছে। বাংলাদেশ যদি জিততে চায় তাহলে নতুন বল খুবই গুরুত্বপূর্ণ হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *