দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত
Share Now..
করোনা টিকার দুটি ডোজ নেওয়ার পরও করোনায় আক্রান্ত হলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। খবর রয়টার্সের।
জানা গিয়েছে, রোববার দিনের শুরুতে কেপটাউনে সাবেক ডেপুটি প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্কের সম্মানে রাষ্ট্রীয় স্মরণ অনুষ্ঠানস্থল থেকে ফেরার পর প্রেসিডেন্ট অসুস্থ বোধ করতে শুরু করেন। শরীরের হালকা উপসর্গ দেখা দেওয়ায় করোনা পরীক্ষা করান তিনি। রবিবার সেই রিপোর্ট পজিটিভ আসে। তারপরই কেপটাউনে নিভৃতবাসে চলে যান তিনি।
দক্ষিণ আফ্রিকা থেকেই বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। যদিও রামফোসার শরীরে এই ভ্যারিয়েন্টটি রয়েছে কি না তা স্পষ্ট নয়। তাঁর অবর্তমানে সমস্ত কাজকর্ম দেখছেন ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজা।