দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধুঁকছে উইন্ডিজ
সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৪৯ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ডি ককের ৯৬ ও অধিনায়ক ডিন এলগারের ৭৭ রানের সুবাদে ২৯৮ রানে থামে প্রোটিয়াদের প্রথম ইনিংস। দ্বিতীয় দিন শেষে ১৪৯ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টে টসে হেরে ব্যাট হাতে নেমে বিপদেই পড়েছিলো সফরকারী দক্ষিণ আফ্রিকা। তবে অধিনায়ক ডিন এলগার ও কুইন্টন ডি ককের হাফ-সেঞ্চুরিতে শুরুর ধাক্কা সামলে লড়াইয়ে ফিরে প্রোটিয়ারা। প্রথম দিন শেষে ৮২ ওভারে ৫ উইকেটে ২১৮ রান করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ২৯৮ রানে থামে প্রোটিয়াদের প্রথম ইনিংস। ডি কক ৯৬ ও অধিনায়ক ডিন এলগার করেন ৭৭ রান।
ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ ও কাইল মায়ার্স তিনটি করে ও শানন গ্যাব্রিয়েল নেন দুই উইকেট।
প্রোটিয়াদের করা ২৯৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ১৪৯ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজের জার্মেইন ব্ল্যাকউড ৪৯ ও শাই হোপ ৪৩ রান করেন।
Get ready to play, compete, and conquer Lucky Cola