দক্ষিণ কোরিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ

Share Now..

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গিমহায়ের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ঘটেছে। সোমবার (২৩ ডিসেম্বর) ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং সম্ভাব্য হতাহতের খোঁজে অনুসন্ধান চালাচ্ছে।

বিস্ফোরণের কারণ এবং মাত্রা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, তারা আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। স্থানীয় পুলিশ ও দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বিপজ্জনক উপকরণ মজুদ রাখা স্থাপনা পরিদর্শনের সময় সামরিক ঘাঁটিতে এ বিস্ফোরণ ঘটে।

এর আগে গত অক্টোবরে ‘হিউনমু-২’ নামক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যর্থ হলে দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর গ্যাংনিউংয়ে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ও বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ায় এ ঘটনায় তখন কেউ হতাহত হয়নি।একই মাসে বন্দর নগরী বুসানে কোরিয়ায় মার্কিন বাহিনীর একটি গুদামে আগুন লেগে যায়। আগুন নেভাতে দমকল কর্মীদের ১৯ ঘণ্টা সময় লেগেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *