দক্ষিণ কোরিয়ার সবচেয়ে দামি বিবাহবিচ্ছেদ

Share Now..

দক্ষিণ কোরিয়ার অন্যতম ধনকুবের চে তায়ে-ওনকে বিচ্ছেদের পর সাবেক স্ত্রীকে রেকর্ড ১ লাখ ৩৮ হাজার কোটি ওন, অর্থাৎ ১০০ কোটি ডলার দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এটিই এখন পর্যন্ত দেশটিতে বিবাহ বিচ্ছেদের ঘটনায় সবচেয়ে বড় অঙ্কের খোরপোশ। খবর বিবিসি।

চে তায়ে-ওনের বিবাহবহির্ভূত প্রেম এবং সন্তানের বাবা হওয়ার ঘটনার জেরে স্ত্রী রোহ সো-ইয়ংয়ের সঙ্গে তার ৩৫ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটে। বিচ্ছেদের প্রায় এক দশক পর গতকাল বৃহস্পতিবার (৩০ মে) সিউল হাইকোর্টের পক্ষ থেকে খোরপোশের নির্দেশ এল।

দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী বহুজাতিক কোম্পানি এসকে গ্রুপের চেয়ারম্যান চে তায়ে-ওন। সিউল হাইকোর্টের নির্দেশে খোরপোশের অর্থের পাশাপাশি চে’র কোম্পানির শেয়ারও তার সাবেক স্ত্রী পাবেন বলে রায় দিয়েছে।

এর আগে পারিবারিক আদালত ২০২২ সালে ওনকে ৬ হাজার ৬৫০ কোটি ওন দেওয়ার নির্দেশ দিয়েছিল। এসকে গ্রুপের শেয়ার দেওয়ার জন্য রোহ সো-ইয়ংয়ের অনুরোধ নাকচ করেছিল পারিবারিক আদালত।

চে তায়ে-ওনের সম্পদের আর্থিক মূল্য দক্ষিণ কোরীয় মুদ্রায় প্রায় ৪ লাখ কোটি ওন ধরেছে আদালত। ধনকুবের চে’র সাবেক স্ত্রী পাবেন এই সম্পদের আনুমানিক ৩৫ শতাংশ। রায়ে বলা হয়েছে, ‘রোহ সো-ইয়ং রাজনৈতিক পরিবারের হওয়ায় চে তায়ে-ওনের ব্যবসায়িক কর্মকাণ্ড এবং এসকে গ্রুপের সম্পদ বাড়াতে ভূমিকা রেখেছিলেন।’

এদকি চে তায়ে-ওনের আইনজীবীরা আদালতের এই আদেশকে একতরফা বলছেন। রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *