দক্ষিণ কোরিয়ায় হ্যালোউইন উৎসবে নিখোঁজ ৪ হাজার
Share Now..
দক্ষিণ কোরিয়ায় হ্যালোউইন উৎসবের জনসমাগমে পদদলিত ও শ্বাসরুদ্ধে প্রাণহানির ঘটনায় এখনও পর্যন্ত চার হাজারের মতো মানুষ নিখোঁজ রয়েছেন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, নিখোঁজদের বিষয়ে সিউলের হাননাম দং কমিউনিটি সার্ভিস সেন্টারে খোলা অস্থায়ী অনুসন্ধান কেন্দ্রে রোববার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে ৪ হাজার ১০০ জনের সন্ধান চেয়ে টেলিফোন কল এসেছে এবং আরও ফোন আসছে।প্রতি ঘণ্টায় এমন সন্ধান চেয়ে করা ফোনের সংখ্যা আপডেট করা হচ্ছে। নিখোঁজ স্বজনের সন্ধানে আসা মানুষের ভিড় উপচে পড়ছে। কেউ কেউ এই কেন্দ্রে কর্মরতদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন।
Challenge your friends and rise to the top in online gaming Lucky Cola