দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য ঠেকানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
ক্ষিণ চীন সাগরকে নিজেদের বলে দাবি করে চীন। এই অঞ্চলের অন্যান্য দাবিদারদের নিয়ে একটি জোট গঠনের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ২০১৬ সালের আন্তর্জাতিক বিচার আদালতের রায় অনুসরণ করার পরিকল্পনা করছে, যা দক্ষিণ চীন সাগরের উপরে বেইজিংয়ের দাবিকে প্রত্যাখ্যান করে দিয়েছে।
দক্ষিণ চীন সাগরের দাবিদার ভিয়েতনাম গত পাঁচ বছরে এই অঞ্চলের ওপর নিজেদের দাবি জোরদার করতে কঠোর অবস্থান নিয়েছে। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের অধীনে ওয়াশিংটন এবং ম্যানিলার সম্পর্ক হ্রাস পেয়েছিল কারণ তার শাসনব্যবস্থা বেইজিংয়ের দিকে বেশি ঝুঁকে ছিল। কিন্তু প্রতিরক্ষা সচিবের সাম্প্রতিক সফর অবশ্যই দক্ষিণ চীন সাগরে বেইজিং মোকাবেলায় তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
ফিলিপাইন, তাইওয়ান, ব্রুনাই এবং হ্যানয় ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা সম্পর্ক বৃদ্ধি করছে। এখন ওয়াশিংটন এবং তার আঞ্চলিক অংশীদাররা দক্ষিণ চীন সাগরে নিয়ম-ভিত্তিক আদেশ জোরদার করতে একসঙ্গে কাজ করতে পারে।
You have observed very interesting points! ps decent web site.Blog monry