দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক

Share Now..

বিশ্বের কিছু দরিদ্রতম দেশকে মোট ১০০ বিলিয়ন ডলারের ঋণ ও অনুদান দেবে বিশ্বব্যাংক। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আলোচনা শেষে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এই সহায়তার ঘোষণা আসে।

দাতা দেশগুলো ২৩.৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই তহবিলের মাধ্যমে বিশ্বব্যাংক আর্থিক বাজার থেকে ঋণ নিয়ে সঞ্চিত অর্থকে প্রায় চারগুণ বাড়ানোর মাধ্যমে মোট ১০০ বিলিয়ন ডলারের সহায়তা নিশ্চিত করবে।বিশ্বব্যাংকের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, দাতা দেশগুলো আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) নামে পরিচিত ব্যাংকটির রেয়াতি ঋণদান শাখা পুনরায় পূরণ করতে ২৩.৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তিন বছর আগে সর্বশেষ তহবিলের তুলনায় এবার সামান্য বৃদ্ধি পেয়েছে।

এক বিবৃতিতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বলেন, এই তহবিল ৭৮টি দেশের সহায়তায় ব্যবহার করা হবে, বিশেষ করে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি আরও বলেন, এই ঋণ-অনুদান স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো এবং জলবায়ু স্থিতিস্থাপকতার পাশাপাশি দেশগুলোর অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে।

১৮৭টি দেশের মালিকানাধীন বিশ্বব্যাংকের মতে, গত দশকে তহবিলের প্রায় দুই-তৃতীয়াংশই আফ্রিকার দেশগুলোকে সহায়তা করতে শেষ হয়েছে।

আইডিএ রেয়াতি ঋণদান শাখা প্রতি তিন বছরে একবার তহবিল সংগ্রহ করে। বেশিরভাগ তহবিল মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ থেকে আসে।

এ বছর যুক্তরাষ্ট্র আগেই ঘোষণা দিয়েছে, তারা আইডিএতে রেকর্ড ৪০০ কোটি ডলারের নতুন তহবিল দেবে। অন্যদিকে নরওয়ে ও স্পেনসহ অন্যান্য দেশও তাদের আর্থিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

সাম্প্রতিক দশকগুলোতে চীন, তুরস্ক ও দক্ষিণ কোরিয়াসহ ৩৫ সাবেক সহায়তা গ্রহীতা দেশ উন্নয়নশীল অর্থনীতির অবস্থা থেকে উন্নীত হয়েছে। তাদের অনেকেই এখন এই তহবিলের দাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *