দর্শনায় আবু সাঈদ-মীর মুগ্ধ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায়- কেরু বয়েজ ক্লাবের জয়লাভ
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার দর্শনা মেমনগর বিডি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ আবু সাঈদ-মীর মুগ্ধ ফুটবল টুর্ণামেন্টের ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় পাবনাকে ১ শুন্য গোলে হারিয়ে দর্শনা কেরুজ বয়েজ ক্লাব জয়লাভ করেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে এই ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। জানা যায়, বেলা ৩ টায় খেলা শুরুর মাত্র ২৩ মিনিটের মাথায় দর্শনা বয়েজ ক্লাবের ১৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সিফাত গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে হাড্ডা হাড্ডি লড়াই হলেও কোন পক্ষই আর গোল করতে না পারলে রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেয়। তবে মফস্বল শহরে কেমেরুনের খেলোয়াড় নানা পার্টেলের খেলা দেখে মাঠের দর্শক শ্রোতারা সকলেই আনন্দ উপভোগ করেন। পরে খেলার আয়োজক রামাযুস এর সভাপতি জহির রাইহানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গা জেলা বি এন পির সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী মাহমুদ হাসান খান বাবু চ্যাম্পিয়ন দলের হাতে ট্রপি তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা বি এন পি সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা থানা বি এন পি সভাপতি খাজা আবুল হাসনাত, সাধারণ সম্পাদক আহম্মদ আলি, পৌর বি এন পির সাবেক সভাপতি হাজী খন্দকার শওকত আলি, দর্শনা পৌর বি এন পির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল, সমন্নয়ক নাহারুল ইসলাম। খেলা পরিচালনা করেন ফেরদৌসি হাসান, নিপুন হোসেন, মোস্তাফিজুর রহমান।