দর্শনায় সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেন থামানোর দাবিতে আড়াই ঘন্টা সুন্দরবন এক্সপ্রেস থামিয়ে বিক্ষোভ অবরোধ
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গা জেলার দর্শন বৈষম্য বিরোধি ছাত্র ও স্হানীয় জনগন দর্শনা হল্ট স্টেশনে রাতে ঢাকা গামী সুন্দরবন ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন মাত্র ৩ মিনিট যাত্রা বিরতির দাবিতে বিক্ষোভ মিছিল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আড়াই ঘণ্টা আটকে রেখে আটকে অবরোধ করে।
গতকাল রোববার দুপুর ১ টা ৪৫ থেকে সারে ৪ টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় ঐ রুটে অন্য কোন যাত্রী বা মালবাহি ট্রেন যাতায়াত করতে পারেনি।
দর্শনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানভির আহম্মেদ অনিক ও আবিদ হাসান রিফাত জানান দর্শনা একটি শিল্প ও সীমান্ত শহর। যেখানে একটি আন্তর্জাতিক চেকপোস্ট ও রেলবন্দর রয়েছে। বাংলাদেশের সব জেলার মানুষ এখানে চাকুরীর সুবাদে বসবাস করে থাকেন। কিন্ত দর্শনা হল্ট স্টেশনে রাতে খুলনা-ঢাকাগামী সুন্দরবন ও ঢাকা- খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের স্টোপেজ না থাকার কারনে আমরা দর্শনা বাসির সাথে নিয়ে বিক্ষোভ সমাবেশ ও অবরোধ কর্মসুচি দিতে বাধ্য হয়েছি। ঐদিন বেলা ১ টা ৪৫ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি দর্শনা হল্ট স্টেশনে এসে পৌছিলে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক ও স্হানীয় জনগন ট্রেনটি আটকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এক পর্যায় মুহুর্মুহু শ্লোগান দিতে দিতে রেল লাইনের উপর বসে অবরোধ করেন।
এ বিষয়ে রেলওয়ের পশ্চিম জোনের পাকসি বিভাগের ডিভিশনাল ট্রাফিক অফিসার (ডি টি ও) মোছাঃ হাছিনা বেগম জানান আন্তনগর এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে ২৫/৩০ কিলো মিটারের মধ্যে স্টপেজ দেয়ার নিয়ম নেই,দর্শনার ঘটনাটি আমরা শুনেছি,রাজশাহী ও ঢাকার উর্ধতন রেল কর্মকর্তাদেরকে অবহিত করা হয়েছে। অবশেষে বিকাল সাড়ে ৪ টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল ও চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের ক্যাপটেন জাহাঙ্গীর হোসেন এর সমঝোতায় বৈষম্য বিরোধী ছাত্ররা ও স্হানীয় জনগন অবরোধ তুলে নিয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ছেড়ে দেন।
Hello, everything is going sound here andd ofcourse everyy one
iis sharing data, that’s in fact good, kep uup writing.