দর্শনা কেরুতে পুলিশের সামনেই দুর্বৃত্তরা টেন্ডার বাক্স ভাংচুর করল

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু চিনিকলের তৃতীয়তলার প্রশাসনিক ভবনে ঢুকে টেন্ডার বাক্সটি পুলিশের সামনে থেকে ছিনিয়ে এনে প্রকাশ্যে ভাংচুর করল একদল দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে সোমবার (৭ অক্টোবার) দুপুরে। বিষয়টি মৌখিকভাবে দর্শনা থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ ও কেরু চিনিকল কতৃপক্ষ জানান, আগামী ২০২৪/২৫ মাড়াই মৌসুম চালু করার নিমিত্তে প্রতিবছরের মত এবারও প্রায় ২ কোটি টাকার দরপত্র আহবান করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। সোমবার (৭ অক্টোবার) দরপত্র আহবানের শেষদিন ছিল। ঐদিন বেলা ১২ টার দিকে কেরুর জি এম (প্রশাসন) কর্মকর্তার টেবিলে বসে দর্শনা থানা পুলিশ ও কেরুর বিভাগীয় কর্মকর্তাদের উপস্থিতিতে টেন্ডার বাক্স খুলে জমাকৃত দরপত্র গোছানোর কাজ চলছিল। এ সময় ১৫/১৬ জনের একদল দুর্বৃত্ত এসে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে সকলের সামনে থেকে টেন্ডার বাক্সটি ছিনিয়ে নিয়ে চলে যায়। টেন্ডার বাক্সে দরপত্রের কোন কাগজ না থাকায় বাক্সটি রাস্তার উপর ভাংচুর করে। দর্শনা থানার এস আই মোঃ ইবরাহীম হোসেন ও চিনিকলের সহকারি প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল হাসান জানান টেন্ডার বাক্সটি আমাদের সামনে থেকে ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে কেরুর এম ডি রাব্বিক হাসানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি। কেরুর জি এম (প্রশাসন) মোঃ ইউসুপ আলি জানান ঘটনাটি দুঃখজনক। তিনি বলেন, দর্শনা থানা পুলিশ ও আমাদের সামনে থেকে বেলা ১২ টার পর টেন্ডার বাক্স নিয়ে যায়, কিন্ত সীলকরা বাক্সটি ঠিক বেলা ১২ টায় সকলের উপস্থিতিতে ওপেন করা হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ তিতুমির হোসেন জানান কেরু চিনিকল কর্তৃপক্ষ আমাকে মৌখিকভাবে জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। কে বা কারা এবং কি কারনে এমন ঘটনা ঘটালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *