দশমীর দিনে বেসামাল কাজল

Share Now..

সর্বজনীন দুর্গাপূজায় মুম্বাইয়ে মুখার্জি বাড়ির পূজায় সাধারণ দর্শনার্থী থেকে তারকা সবারই আগ্রহ থাকে। এবারও তার ব্যতিক্রম দেখা যায়নি। আর ষষ্ঠী থেকে নবমী প্রতিদিনই যেন রণং দেহি মূর্তিতে হাজির ছিলেন বলিউড অভিনেত্রী কাজল। পান থেকে চুন খসলেই রাগতে দেখা গেছে এ নায়িকাকে। দশমীর দিনেও তিনি ঘটালেন আরেক কাণ্ড। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার দশমীতে দেবী বরণের সময় প্যান্ডেলের সিঁড়ি দিয়ে নামার সময়, কাজল দুর্ঘটনাক্রমে তার ফোনটি ফেলে দেন। এদিকে এ দৃশ্য দেখে হাসি চাপিয়ে রাখতে পারেনিনি অনেকে।  মুম্বাইয়ের এক ফটোসাংবাদিক ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করলে সেটি নিমিষেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, অস্থায়ী সিঁড়ি দিয়ে নামতে গিয়েই বেসামাল কাজল। তাকে কোনওরকমে সামলে নিলেন তার বোন অভিনেত্রী তনিশা। কিন্তু ফোনটি ততক্ষণে মাটিতে পড়ে গিয়েছে। আসলে সিঁড়ি থেকে নামার সময় তিনি ফোনটি ব্যবহার করছিলেন। সেই কারণেই সিঁড়িতে ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন অভিনেত্রী। ফোন ফেলার পর হতভম্ব কাজল, তাকে শান্ত করেন বোন। 

এদিন পুরোদস্তুর বাঙালি সাজে সেজেছেন কাজল। লাল পাড় সাদা গরদের শাড়িতে নজর কেড়েছেন অভিনেত্রী। পাশে তানিশা ছিলেন গোপালি রঙা সিল্কের শাড়িতে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *