দশ জন নিয়েও বড় জয় পেল মোহামেডানের
জয়রথ চলছেই মোহামেডানের। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে চট্টগ্রাম আবাহনীকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সাদা-কালো শিবির। লাল কার্ড দেখায় ম্যাচের লম্বা সময় দশ জন নিয়ে খেলেছে আলফাজ আহমেদের শিষ্যরা।
শনিবার (৪ জানুয়ারি) ময়মনসিংহের রফিক উদ্দিন আহমেদ ভূইয়া স্টেডিয়ামে ম্যাচের ২০ মিনিটে দশ জনের দলে পরিণত হয় মোহামেডান। কিল আহাদ তপু মারাত্মক ফাউলের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দশ জনের দল নিয়ে মোহামেডান প্রথমার্ধে গোলের দেখা পায়নি। অন্য দিকে চট্টগ্রাম আবাহনী গোল মিস করেছে একাধিক সুযোগ। তবে বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৭ মিনিটে মোহামেডান গোলের সূচনা করে। মুজাফফরভের কর্নারে বুরকিনা ফাসোর ডিফেন্ডার মোনজির কলিদিয়াতি লাফিয়ে উঠে বল জড়িয়ে দেন জালে। ৫৫ মিনিটে আরিফ হোসেনের দারুণ এক কাটব্যাক থেকে নাইজেরিয়ান অ্যাটাকার প্লেসিং করে ব্যবধান বাড়ান। ৬৩ মিনিটে সাইডবারের নিচে লেগে ফিরে আসে ফিরতি বলে সৌরভ জোরালো শটে গোল করেন।
এরপর ম্যাচের ৮৮ মিনিটে সানডের ক্রস সেলিম রেজা ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়ান। দুই মিনিট পর সৌরভ নিজের দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোল উপহার দেন। ইনজুরি সময়ে চট্টগ্রাম আবাহনী পেনাল্টি থেকে এক গোল পরিশোধ করে। এই জয়ে ৬ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে রয়েছে মোহামেডান।