‘দানব’ দাবানল ঠেকাতে নাজেহাল ফ্রান্সের দমকলকর্মীরা
ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের দাবানল নেভাতে দেশটির এক হাজারের বেশি দমকলকর্মী লড়াই চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এই অঞ্চলের প্রায় সাত হাজার হেক্টর বনাঞ্চল পুড়ে গেছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, বোর্দো শহরের কাছে বহু বাড়িঘর পুড়ে গেছে। এছাড়া ১০ হাজারের বেশি বাসিন্দা বাড়ি থেকে পালাতে বাধ্য হয়েছে। দমকলবাহিনীর প্রতিনিধি গ্রেগরি অ্যালিওন ফ্রান্সের আরটিএল রেডিওকে বলেন, এটি একটা রাক্ষস, একটা দানব।
তবে দাবানল দমাতে দেশটির দমকলকর্মীরা হিমশিম খাচ্ছে। এর কারণ হিসেবে তীব্র বাতাস ও উচ্চ তাপমাত্রাকে দায়ী করা হয়েছে।
চলতি সামার মৌসুমে ফান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ ভয়াবহ দাবানলের কবলে পড়ে। সেইসঙ্গে থাকে রেকর্ড মাত্রায় তাপমাত্রা। তাপদাহে পর্তুগাল, স্পেন ও বিভিন্ন দেশে এক হাজারের বেশি জনের প্রাণহানি ঘটেছে।