দাবানলের ক্ষত সারাতে ১৮৩ কোটি টাকা অনুদানের ঘোষণা ডিজনির
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে। এখন পর্যন্ত এই দাবানলে প্রায় ৩২ হাজার একর জমি পুড়েছে। সরিয়ে নেওয়া হয়েছে ১ লাখ ৮০ হাজার মানুষকে। ঘর পুড়েছে সাধারণ মানুষের পাশাপাশি হলিউড তারকাদের।
দাবানলে ক্ষতিগ্রস্থদের জন্য ১৫ মিলিয়ন ডলার অর্থাৎ ১৮৩ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন বহুজাতিক গণমাধ্যম ও বিনোদন সংস্থা ডিজনি। এই অনুদান যাবে লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগের ফাউন্ডেশন, আঞ্চলিক ফুড ব্যাংকসহ অন্যান্য সংস্থায়। ডিজনি জানিয়েছে, দাবানল এভাবে চলতে থাকায় সেবাপ্রদানকারী সংস্থাগুলোকে সহায়তা করবে তারা।
এক বিবৃতিতে ডিজনির সিইও বব ইগার বলেছেন, ‘ওয়াল্ট ডিজনি লস অ্যাঞ্জেলেসে এসেছিলেন কল্পনার চেয়ে বেশি আশা নিয়ে। বাড়ি, স্বপ্ন পূরণ এবং অসাধারণ গল্প বলার জন্য এই জায়গাটিই বেছে নিয়েছিলেন তিনি। বিশ্বজুড়ে তৈরি করতে পেরেছেন আস্থা। এখানকার এই বিপদে পড়া মানুষগুলোকে সাহায্য করতে পেরে আমরা গর্বিত।’ শুধু তাই নয়, দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট গ্লোবালও ১০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছে।
সূত্র: হলিউড রিপোর্টার
Noodlemagazine This is really interesting, You’re a very skilled blogger. I’ve joined your feed and look forward to seeking more of your magnificent post. Also, I’ve shared your site in my social networks!
KOSTENLOS! HD-Pornos jetzt ansehen! Beste Amateur- und MILF-Videos hier!