দাবানলের মধ্যে দমকল কর্মী সেজে চুরি!
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইতোমধ্যে দাবানলে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা। সোমবার (১৩ জানুয়ারি) বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ২৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
তবে দাবানলের মধ্যেও লস অ্যাঞ্জেলসে চুরি ও লুটপাটের খবর পাওয়া যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, দাবানলের মধ্যে ফায়ার ফাইটার বেশে চুরির ঘটনাও ঘটেছে। এতে এখন পর্যন্ত একজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। লস অ্যাঞ্জেলসের কাউন্টির শেরিফ ডিপার্টমেন্টের প্রধান রবার্ট লুনা জানান, মালিবু এলাকার একটি বাড়িতে চুরির সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এনিয়ে রোববার সংবাদ সম্মেলনে লুনা বলেন, তিনি যখন ওই এলাকায় ছিলেন, তখন ওই ব্যক্তিকে বসে থাকতে দেখেন, যাকে ফায়ার ফাইটারের মত দেখাচ্ছিল। মার্কিন সংবাদমাধ্যম এবিসি সেভেন লিখেছে, শেরিফ বিভাগ ওই ব্যক্তিকে লস অ্যাঞ্জেলসের পুলিশ কর্মকর্তাদের কাছে সোপর্দ করেছে। লস অ্যাঞ্জেলসের পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল জানিয়েছেন যে দমকলকর্মীর ছদ্মবেশ ধারণের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
খবরে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসে দাবানল ঘিরে বিভিন্ন অভিযোগে ২৯ জনের মতো গ্রেপ্তার হয়েছে।
এদিকে দাবানলের মধ্যে সেখানে নতুন বিপদের শঙ্কা দেখা দিয়েছে। ক্যালিফোর্নিয়ায় আবহাওয়ার পূর্বাভাসে প্রচণ্ড বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে, যা চলতি সপ্তাহেই দাবানলকে আরও বাড়িয়ে দিতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি জায়গায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।