দামুড়হুদায় জিহাদ ট্রেডার্সে নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখায় ২০ হাজার টাকা জরিমানা
\ দামুড়হুদা প্রতিনিধি \
দামুড়হুদায় মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ কীটনাশক রাখার অপরাধে জিহাদ ট্রেডার্সের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভুমি সজল কুমার দাশ। গত রবিবার বেলা ১২ টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে জিহাদ ট্রেডার্সের মালিককে জরিমানা করা হয়।
জানাযায়, দামুড়হুদা উপজেলা সদর বাসস্ট্যান্ডে জিহাদ ট্রেডার্সে নিষিদ্ধ কীটনাশক কার্বফুরান ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার খবর পেয়ে দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস,উপজেলা উপসহকারী কৃষি অফিসার সাইফুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে সত্যতা মিললে উপজেলা সহকারী কমিশনার ভুমি সজল কুমার দাশ ভ্রাম্যমান আদালত বসিয়ে বিক্রয় নিষিদ্ধ কীটনাশক ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে দোষি সাব্যস্ত করে কৃষি বিপনন ২০১৮ এর ১৯ ধারায় জিহাদ ট্রেডার্সের মালিক জামশেদ আলিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এবং জব্দকৃত নিষিদ্ধ কার্বফুরান ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক মাটিতে পুতে ফেলা হয়।
ভ্রাম্যমান আদালতের সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার পুলিশ।