দামুড়হুদায় ফ্লাওয়ারস মিলের সামনে থেকে ট্রাক চুরি
\ দামুড়হুদা প্রতিনিধি \
দামুড়হুদা উপজেলার দামুড়হুদা বাসস্ট্যান্ডের অদূরে ফ্লাওয়ারস মিলের সামনে থেকে পার্কিংরত অবস্থায় একটি খালি ট্রাক চুরি হয়ে গেছে। রবিবার (২৪ নভেম্বর) এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গত শনিবার রাত ১২টা থেকে সকাল ৭ টার মধ্যে যে কোন সময় ট্রাকটি চুরি হয়ে যায়। জানা গেছে, দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলায় অবস্থিত হাসান পোল্ট্রি ফার্মের ট্রাকটি মাল আনলোড শেষে দামুড়হুদা বাসস্ট্যান্ডের অদূরে ফ্লাওয়ারস মিলের সামনে কদম গাছের পাশে গত ২৩ শে নভেম্বর রোজ শনিবার দিবাগত রাত ১২ টার দিকে পার্কিং করে রাখা হয়। ট্রাকটির নাম্বার হলো ঢাকা মেট্রো- ট-১৩-৪৭৬৭। ট্রাকটির মালিক হাসান পোল্ট্রি ফার্মের কর্ণধার আবুল হাসান বলেন, ট্রাকটি মাল আনলোড শেষে দামুড়হুদা বাসস্ট্যান্ডের অদূরে ফ্লাওয়ারস মিলের সামনে কদম গাছের পাশে গত ২৩ শে নভেম্বর শনিবার দিবাগত রাত ১২ টার দিকে পার্কিং করে রাখা হয়। এসময় রাত ১২ টা থেকে সকাল ৭ টার মধ্যে যে কোন সময় ট্রাকটি চুরি হয়ে গেছে। এ রির্পোট লেখা পযন্ত ট্রাকের সন্ধান পাওয়া যায়নি। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
“Well explained, made the topic much easier to understand!”
“This post has helped me solve my issue, thanks a ton!”
order generic cytotec without insurance Packaging Size 15 Tablets in 1 Strip Brand Aromasin Composition Exemestane Manufacturer Pfizer Ltd Treatment Anti Cancer Prescription Non prescription Prescription Also Gives Third Party Manufacturing Form Tablet Shelf life 24 months Therapeutic Uses Oral
I hope you get the care you need and please don t get discouraged augmentin coverage