দামুড়হুদায় বীরমুক্তিযোদ্ধা সাত্তারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ছয়ঘরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
তিনি ছয়ঘরিয়া গ্রামের মৃত. খাদেম মোল্লার ছেলে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও ছয়মেয়ে-সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার বেলা ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে নিজ গ্রাম কবরস্থানে জনাজা শেষে দাফন করা হয়।
এরআগে, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) আমানুল্লাহ উপস্থিতিতে জেলা পুলিশ লাইনের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
এ সময় পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, বীরমুক্তিযোদ্ধা কমান্ডার বিল্লাল, সাবেক কমান্ডার রেজাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন। # #