দামুড়হুদা কুড়ুলগাছির স্বামী পরিত্যাক্তা ১ সন্তানের জননী রিমা’র ভাগ্য বদলে দিতে পারে একটি সেলাইমেশিন
\ দামুড়হুদা প্রতিনিধি \
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি পশ্চিম পাড়ার দরিদ্র ভ্যানচালক শুকুর আলীর কন্যা স্বামী পরিত্যাক্তা ১ সন্তানের জননী রিমার ভাগ্য বদলে দিতে পারে একটি সেলাই মেশিন। জানা গেছে, রিমার ৭ বছর পূর্বে বিবাহ হয় কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ায়। বিয়ের ২ বছর পরে তাদের ঘর আলো করে আসে ১ টি সন্তান। রিমা জানান সন্তান জন্মের পর থেকেই স্বামীর সাথে মনোমালিন্য চলে আসছে। দীর্ঘ ৪ বছর ধরে তিনি বাচ্চাকে নিয়ে মার বাড়িতেই আছেন। বাবা দরিদ্র ভ্যানচালক, কোন জমি জায়গা নেই। বৃদ্ধ বয়সে ভ্যান চালিয়ে যা আয় হয় তা থেকেই কোন রকমে খেয়ে না খেয়ে সংসার চলে তাদের। বাচ্চাকে পড়াশোনা করাতে তাকে মানুষ করতে চরম দু:শ্চিন্তার ভাঁজ এখন রিমার কপালে। তিনি জানান আমার জীবন যাই হোক বাচ্চাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চাই। রিমা দর্জির কাজ জানলেও সেলাই মেশিন কিনে কাজ করার মত সামর্থ্য তার পরিবারের নেই। রিমা জানান একটি সেলাই মেশিন পেলে তা দিয়ে আমি কাজ করে আমার সন্তানকে মানুষ করতে পারতাম। বৃদ্ধ বাবার সংসারে বোঝা হয়ে না থেকে কিছু টাকা আয় করে সংসারের হাল ধরতে পারতাম এ কথা বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। রিমার সন্তান ও তার দুর্দশার কথা চিন্তা করে তার একটি সেলাই মেশিনের ব্যাবস্থা করতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মোছা: মমতাজ মহল সহ এলাকার সামাজিক সংগঠন গুলোর আশু সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।