দামুড়হুদা সীমান্তে হুন্ডির ৫০ লাখ টাকা পাচারের মামলায় আতিয়ার আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে হুন্ডির (অবৈধ পথে টাকা পাচার) মাধ্যমে পাচার হয়ে আসা প্রায় ৫০ লাখ টাকা জব্দ কের বিজব। এই টাকা জব্দর মামলার এজাহার নামিয় একমাত্র আসামী আতিয়ার রহমান (৩৫ ) কে আটক কেরছ পুলিশ।
মুন্সিপুর মাঝের পাড়ার গরীব উল্লাহর ছেলে আতিয়ার রহমান। শনিবার (২১জানুয়ারি) বিকাল আনুমানিক ৪টার দিকে তাকে আটক করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।
মামলার তদন্তকারি কর্মকর্তা দামুড়হুদা মেডল থানার (ওসি তদন্ত) মো শফিকুল ইসলাম বলেন, গত সোমবার (১৬ জানুয়ারি) রাত ৮ দিক মুন্সিপুর বিওপির বিজিবি সদস্যরা হুন্ডির মাধ্যমে পাচার হয়ে আসা ৪৯ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা জব্দ করে। ওই টাকা পাচারের সাথে জড়িত পলাতক আসামী আতিয়ার রহমানের বিরুদ্ধে বিজিবি বাদি হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) মামলা দায়ের করেন। মামলা নং ১১ তারিখ: ১৭/০১/২৩।
ওসি তদন্ত আরো জানান, গোপনসূত্রে সংবাদ পেয়ে এই মামলার পলাতক আসামী মুন্সিপুর গ্রামের মাঝের পাড়ার গরীব উল্লাহর ছেলে আতিয়ার রহমানকে শনিবার বিকেলে আটক করা সম্ভব হয়েছে। আতিয়ার এলাকার চিহৃত চোরাকারবাবি। তার বিরুদ্ধে ইতিপূর্বে চুয়াডাঙ্গা সদর থানায় ভারতীয় শাড়ি পাচারের একটি মামলা রয়েছে।