দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যের মৃত্যু

Share Now..

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আবু বক্কর (৫৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের রাজা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা পুলিশ ক্যা¤েপ কর্মরত ছিলেন আবু বক্কর সিদ্দিক। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার গোবরা গ্রামের মৃত সিহাব উদ্দীনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন দুপুরে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে কর্মস্থল কার্পাসডাঙ্গার দিকে যাচ্ছিলেন আবু বক্কর। যাত্রা পথে দামুড়হুদা উপজেলার রাজা ইটভাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার বাইকের সংঘর্ষ ঘটে।

এতে সড়কের মধ্যে ছিটকে যান তিনি। পরে একই দিক থেকে আসা একটি মহিষবাহী লাটাহাম্বার (শ্যালোইঞ্জিন চালিত অবৈধ যান) নিচে পড়েন আবু বকর। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ জানান, আবু বকরের পেটের ডান দিকে আঘাত লেগেছে। ধারণা করা হচ্ছে- এ আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, চুয়াডাঙ্গা থেকে প্রয়োজনীয় কাজ শেষ করে কর্মস্থলে ফেরার পথে সে দুর্ঘটনার কবলে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এ দিকে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক। এ সময় তিনি সাংবাদিকদের জানান, আবু বকর হেলমেট পরে আইনকানুন মেনেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে অনুসন্ধান শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *