দামুড়হুদা কেশবপুর সুবহে সাদিক ফাউন্ডেশনের উদ্যোগে ১৬০ জন নারী পবিত্র কুরআনের সবক নিলেন

Share Now..

দামুড়হুদা পতিনিধিঃ

দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামে সুবহে সাদিক ফাউন্ডেশনের উদ্যোগে তিন মাস ব্যাপী পবিত্র কুরআন শিক্ষা কোর্সের ২য় পর্যায়ে নারীদের জন্য পবিত্র কুরআনের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টার দিকে কেশবপুরের বিপন আলীর বাস ভবনে এই অনুষ্ঠানটি হয়। উক্ত অনুষ্ঠানে সুবহে সাদিক ফাউন্ডেশনের সভাপতি খান হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হামিদুর রহমান খান। এ সময় ফাউন্ডেশনের সভাপতি বলেন, আমাদের এই ফাউন্ডেশনের বয়স মাত্র ৮ মাস। এই আট মাসে আমরা সমাজের মানুষের জন্য যথাসাধ্য সেবা প্রদানের চেষ্টা করেছি। করোনা টিকার ফ্রি নিবন্ধন, বৃক্ষরোপন কর্মসূচী,শীত বস্ত্র বিতরন,অসহায় অসুস্থ দরিদ্র মানুষ;যারা চিকিৎসার খরচ যোগাতে পারে না,তাদের আর্থিক সহায়তাসহ নানা ধরনের কর্মসূচি পালন করে আসছি। তিনি আরও বলেন,আমাদের এই ফাউন্ডেশনের সবচেয়ে বড় অর্জন ২৬০ জন নারী ও পুরুষকে কুরআনের সবক প্রদান করা হয়। প্রত্যেক নারী শিক্ষার্থীকে পবিত্র কুরআন,রেহেল ও একটি করে হিজাব প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দায়ী কাজী জালাল আহমেদ,মাওলানা আহমাদুল্লাহ আশরাফ,মাওলানা আবুজর গেফারী,কেশবপুর জামে মসজিদের ইমাম হাফেজ ইউনুস আলী,বিশিষ্ট ব্যবসায়ী শিপন আলী,সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম,ফাউন্ডেশনের উপদেষ্টা মাস্টার ওয়াজেদ আলী,ইউনুস আলী,মুতালেব মল্লিক,মাওলানা হুসাইন খান,তাহাজ মন্ডল,ইনতাজ আলী,অর্থ সম্পাদক বশির আহমেদ,সুলাইমান,ফাউন্ডেশনের সদস্য আজিজুল হাকিম,হাদিসুর রহমান খান,আকতার আলী,আবু সাইদ সিফাত,হিরন খান,রিমন,বখতিয়ার,দুদু মিয়া,জসিম উদ্দিন,আব্দুল বারিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *