দামুড়হুদা সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দলিল লেখকদের কলম বিরতি

Share Now..

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সাব রেজিস্ট্রার নফিয বিন যামানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলে আজ বৃহস্পতিবার থেকে (০৭ এপ্রিল) কলম বিরতির আন্দোলনে নেমেছে দলিল লেখকরা। বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় জমি রেজিস্ট্রির কার্যক্রম শেষে এ আন্দোলনের ঘোষণা দেন তারা।

এর আগে সাব রেজিস্ট্রারের সাথে দফায় দফায় বৈঠকে মিলিত হন দলিল লেখকরা। সেখানে কোন সমঝোতা না হওয়ায় কলম বিরতির ডাক দিতে বাধ্য হয়েছেন তারা।

সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ তুলে দলিল লেখকরা বলেন, ঘুষ আর দূর্নীতির স্বর্গরাজ্যে পরিনত হয়েছে দামুড়হুদা সাব রেজিস্ট্রি অফিস। নৈশ প্রহরী দিয়ে আদায় করা হয় ফিসসহ ঘুষের টাকা। ন্যাশনাল আইডি কার্ড, ডিসিআর, প্রত্যায়ন ও লেট ফিস বাবদ ঘুষ নিচ্ছেন তিনি।

প্রতিবাদ করলেই দলিল লেখকদের লাইসেন্স বাতিলের হুমকি দেয়া হচ্ছে।

দামুড়হুদা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, বর্তমান সাব রেজিস্ট্রার নফিয বিন যামান যোগদানের পরপরই একটি সিন্ডিকেট গড়ে তোলেন। ওই সিন্ডিকেটের মাধ্যমে তিনি অনিয়মকে নিয়মে পরিণত করেছেন। প্রতিবাদ করতে গেলে লাইসেন্স বাতিলের হুমকি দেয়া হয়। সিন্ডিকেটের দৌরাত্বে অসহায় হয়ে পড়া দলিল লেখকরা মুখে কুলুপ এটে কোন রকম জোড়াতালি দিয়ে কাজ করে আসছিলেন বিগত কয়েকমাস। অফিসের নৈশ প্রহরী মিলনকে দিয়ে আদায় করা হয় ফিসের টাকা।

এসব অভিযোগ অস্বীকার করেছেন সাব রেজিস্ট্রার নাফিয বিন যামান বলেন, আমার অফিসে কোন কারণেই অর্থ লেনদেন হয়না। দলিল লেখকরা অবান্তর অভিযোগ তুলে উদ্ভুদ পরিস্থিত সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *