দিল্লিতে ১৬ ঘণ্টা ফ্লাইট বিলম্ব, গরমে অজ্ঞান যাত্রী
ভারতের দিল্লিতে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ১৬ ঘণ্টারও বেশি বিলম্বিত হয়েছে। এই লম্বা সময় এসি ছাড়াই যাত্রীদের ফ্লাইটের ভেতরে বসিয়ে রাখা হয়। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকায় কয়েকজন যাত্রী অজ্ঞান হয়ে যান বলে অভিযোগ উঠেছে। খবর এনডিটিভি।
ভারতের দিল্লি থেকে আমেরিকার সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেলে যাত্রা করার কথা থাকলেও ১৬ ঘণ্টার বেশি বিলম্ব করে। আজ বেলা ৩টায় ফ্লাইটটি ছাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গতকাল বৃহস্পতিবার শ্বেতা পুঞ্জ নামে একজন সাংবাদিক তার এক্সে এক পোস্টে লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নং এআই ১৮৩ দিল্লি বিমানবন্দরে আট ঘন্টারও বেশি সময় বিলম্বিত হয় এবং এই সময়টাতে এসি ছাড়াই ভেতরে বসে থাকতে বাধ্য করা হয়েছে। যাত্রীদের মধ্যে কয়েকজন গরমে অজ্ঞান হয়ে যাওয়ার যাত্রীদের বের হতে বলা হয়।’
অভিষেক শর্মা নামে আরেক যাত্রী সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এয়ারলাইনটির কাছে আবেদন জানান। তাঁর বাবা-মাসহ আটকা পড়া অন্যান্য অভিভাবককে বাড়িতে যেতে দেওয়ার জন্য আহ্বান জানান।
এদিকে এয়ার ইন্ডিয়া এক্সে এক পোস্টে জানায়, ‘যাত্রা বিঘ্নিত হওয়ার জন্য আমরা সত্যিই দুঃখিত। বিলম্বের বিষয়টি সমাধান করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে আমাদের দল। যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য আমরা কাজ করছি।’
দিল্লিতে বর্তমানে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। গত বুধবার সেখানকার তাপমাত্রা রেকর্ড ৫২.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।